গাজীপুরে নারী মাদক চোরাকারবারি আটক

প্রকাশ | ০৯ মে ২০২২, ১৩:৫৬ | আপডেট: ০৯ মে ২০২২, ১৪:৩৬

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস

গাজীপুরের বাসন থানার নলজানী এলাকা থেকে মোসা. শাহানাজ নামের এক নারী মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১। এ সময় তার কাছ থেকে ছয় হাজার ৪৯০ পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।  

সোমবার সকালে ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমদ। 

র‌্যাবের একটি সূত্র জানায়, রবিবার রাত ১০টার দিকে র‌্যাব-১ এর একটি দল জানতে পারে, গাজীপুরের  বাসন থানার নলজানী এলাকায় ইয়াবা বিক্রির জন্য কিছু মাদক চোরাকারবারি অবস্থান করছে। ওই খবর পেয়ে র‌্যাবের দলটি বাসন থানার নলজানী গ্রামের জয়দেবপুর-জয়দেবপুর চৌরাস্তা সড়কের এ জে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার ওপরে অভিযান চালায়। অভিযানে মোসা. শাহানাজ নামের এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময়ে তার কাছ থেকে ছয় হাজার ৪৯০ পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
 
র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমদ ঢাকাটাইমসকে বলেন, ‘জব্দকৃত মাদকদ্রব্য ও আটক নারীকে বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।  

আটক মোসা. শাহানাজ বরিশাল জেলার মৃত হানিফ মিয়ার মেয়ে।

(ঢাকাটাইমস/০৯মে/এএ/এফএ)