এএফসি কাপ খেলার ছাড়পত্র পেলেন বাংলাদেশি কিংসলে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০২২, ১৯:৫৮

বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার এক বছর পার হয়ে গেলেও জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পাননি নাইজেরিয়ান বংশোদ্ভুত এলিটা কিংসলে। এরপর আন্তর্জাতিক পর্যায়ে বসুন্ধরা কিংসের হয়ে খেলাতেও ছিল না অনুমতি। অতপর সকল বাধা-বিপত্তির অবসান ঘটেছে, বাংলাদেশি হিসেবে বসুন্ধরা কিংসের হয়ে এএসসি কাপ খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি।

চলতি মাসের ১৮-২৪ তারিখে কলকাতায় এএফসি কাপে খেলবে বসুন্ধরা কিংস। ওই সময় বসুন্ধরা কিংসের জার্সিতে খেলতে পারবেন এলিটা কিংসলে, বিষয়টা নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না, তা পরে জানাবে বাফুফে।

এ বিষয়ে কিংসলে বলেন, ‘এএফসি কাপের নিবন্ধন করতে হয় আফকাসের সিস্টেমের মাধ্যমে যার একসেস আছে শুধুমাত্র বাফুফের। এই সিস্টেমে সব প্রয়োজনীয় কাগজ জমা দেয়ার মাধ্যমেই একটা প্লেয়ারের নিবন্ধন সম্পন্ন হয়। গতবার জমা দেয়ার পর এএফসি থেকে জানিয়েছিল যে প্রয়োজনীয় কাগজ না থাকার কারণে নিবন্ধন বাতিল হয়েছে, খেলা শুরুর আগে দিতে পারলে খেলতে পারবে। পরবর্তীতে যা দেয়া সম্ভব হয়নি, তাই খেলানো সম্ভব হয়নি।’

উল্লেখ্য, ২০১১ সালে প্রথম বাংলাদেশে খেলতে আসেন এলিটা কিংসলি। প্রথমবার খেলেন আরামবাগ ক্রীড়াচক্রের জার্সিতে। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, বিজেএমসিতে এবং চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলেছেন তিনি।

(ঢাকাটাইমস/০৯মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :