করোনা টিকা পুশ করলেন আনসার সদস্য, তদন্ত কমিটি গঠন

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০২২, ২০:১৮

গাইবান্ধার একটি হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা আনসার সদস্যের হাতে মানুষদের করোনা টিকা পুশ করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার সত্যতা যাচাইয়ে ইতোমধ্যে করা হয়েছে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও।

কমিটিতে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মনিরা ইয়াসমিনকে প্রধান করা হয়েছে। তবে বাকি তিন সদস্যের নাম গোপন রেখেছে কর্তৃপক্ষ।

সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. জেরিন জাহেদ জিতি।

তিনি জানান, রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকা ক্যাম্পে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত মহিলা আনসার সদস্য মর্জিনা বেগমের হাতে টিকা প্যুশ করার একটি ছবি পাওয়া গেছে। এরপর সোমবার ঘটনার সত্যতা যাচাইয়ে চার সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।

তিনি বলেন, 'আমি একটা ট্রেনিং এ ঢাকায় অবস্থান করছি। কিভাবে এমন ঘটনা ঘটেছে; তা তদন্ত কমিটি নিশ্চিত করবেন। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।'

হাসপাতালে টিকা কার্যক্রম চলাকালীন স্থানীয় এক সংবাদকর্মী ছবিটি ধারণ করে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সংবাদকর্মী জানান, রবিবার হাসপাতালে শতাধিক মানুষ করোনা টিকা নিতে আসেন। সকাল থেকে ভালোভাবেই টিকা কার্যক্রম চলছিল। দুপুরের দিকে চিকিৎসকরা খাবারের জন্য গেলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা আনসার সদস্য মর্জিনা বেগম নিজেই টিকা পুশ করতে থাকেন মানুষদের।

এ বিষয়ে গাইবান্ধার সিভিল সার্জন ড. আ. ম. আখতারুজ্জামান বলেন, 'এমন ঘটনা অসম্ভব। এটা কোনোভাবেই কাম্য নয়। ঘটনার সত্যতার জন্য তদন্ত কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।'

(ঢাকাটাইমস/০৯মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :