বাগেরহাটে পোশাক বিক্রয়কর্মীকে দলবেঁধে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ৮

প্রকাশ | ০৯ মে ২০২২, ২১:৪২

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

বাগেরহাটের রামপালে  এক নারী পোশাক বিক্রয় কর্মীকে (২২) ধর্ষণের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। সোমবার বিকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানানো হয়।

সোমবার জেলার রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সন্ধ্যায় র‌্যাব গ্রেপ্তারদের রামপাল থানায় হস্তান্তর করে।

তারা হলেন, মো. আবুল কালাম আজাদ ওরফে শুকুর (২৪), মো. আসলাম শেখ (২২), মো. জনি শেখ (১৮), মো. মারুফ বিল্লাহ (২২), মো. হাসান শেখ (২০), মো. রাসেল শেখ (২২), মো. হোসেন গাজী (১৮) এবং মো. রাজু শেখ (২৪)। এদের বাড়ি রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে।

এর আগে ৮ মে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছেলে বন্ধুর সাথে হেঁটে যাওয়ার পথে ওই নারী শ্রমিককে তুলে নিয়ে গিয়ে রামপাল উপজেলার ভাগা এলাকার একটি মাদ্রাসা মাঠে নিয়ে এক দল যুবক সংঘবদ্ধভাবে গণধর্ষণের শিকার হয়। এসময় ওই নারীর সাথে থাকা ছেলে বন্ধুকে মারধর করে আটকে রাখে বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মহফুজুল ইসলাম সন্ধ্যায় ঢাকাটাইমসকে বলেন, বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকার একটি পোশাকের দোকানের নারী বিক্রয় কর্মী হিসেবে কাজ করতেন। রবিবার ৮ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই নারী তার এক ছেলে বন্ধুর সাথে হেঁটে বাড়ির ফিরছিলেন। এসময় তাদের পথরোধ করে ৭/৮ জন যুবক তাদের জোর করে ধরে রামপাল উপজেলার ভাগা এলাকার একটি মাদ্রাসা মাঠে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা মেয়েটির সাথে থাকা ছেলে বন্ধুকে মারধর করে পাশে আটকে রেখে মেয়েটিকে দলবেঁধে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা তাদের ফেলে রেখে পালিয়ে যায়। পরে এই ঘটনা ফোনে র‌্যাবকে জানালে র‌্যাব অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে। সোমবার দিনভর রামপালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে এই র‌্যাব কর্মকর্তা দাবি করেন। তাদের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯মে/এলএ)