টাঙ্গাইলে মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
| আপডেট : ১০ মে ২০২২, ১৬:৪৫ | প্রকাশিত : ১০ মে ২০২২, ১৬:৪১

টাঙ্গাইলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের জন্য গর্ত খননের সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পালপাড়ার আনন্দ পাল ও লিটন পাল।

ফায়ার সার্ভিসকর্মী ও এলাকাবাসী জানায়, সকালে আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে অলি, জিহাস ও নজরুলের নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক খননের সময় পাঁচজন কুমার কাজ করতে ছিল। এ সময় দুজন কূপের নিচে ছিল। আর তিনজন কূপের উপরে ছিল।

একপর্যায়ে কূপের মাটি ধ্বসে চাপা পড়ে শ্রমিক আনন্দ পাল ও লিটন পাল। এসময় এলাকাবাসী উপরের তিনজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ভেকু দিয়ে মাটি সরিয়ে কূপের নিচে চাপা পড়া দুজন শ্রমিকের লাশ উদ্ধার করে। নির্মাণাধীন ওই ভবনটির মালিকের বাড়িও বাসাইল উপজেলার কাশিল গ্রামে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, আশেকপুর ইন্দারা পাড়া এলাকায় নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় চার পাশ থেকে মাটি চাপা পরে দুজন নিহত হয়। পরে স্থানীয় লোকজন আমাদের জানালে ঘটনাস্থালে গিয়ে তাদের উদ্ধার করি।

(ঢাকাটাইমস/১০মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :