লাঠিটিলায় ৩টি পাহাড়ি ময়না পাখি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মে ২০২২, ১৭:৪২

মৌলভীবাজারের জুড়ীতে শিকারিদের হাত থেকে ৩টি পাহাড়ি ময়না পাখি উদ্ধার করা হয়েছে। সোমবার উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা বনের ডোমাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বন বিভাগ ময়না পাখিগুলো উদ্ধার করেন।

বন বিভাগ সূত্রে জানায়, সিলেট বন বিগাগের আওতাধীন জুড়ী রেঞ্জের লাঠিটিলা সংরক্ষিত বনের সেগুন বাগানের একটি গাছে সম্প্রতি একটি পাহাড়ি ময়না পাখি বাসা বাঁধে। সপ্তাহ খানেক আগে স্থানীয় ডোমাবাড়ী এলাকার ইছরাক আলীর ছেলে ফাহিম (১২) ছানা দুটিসহ পাখি ৩টি নিয়ে যায়। তখন চোখ না ফোটা পাখির ছানাগুলোর বয়স ছিল মাত্র ৪/৫ দিন। বিষয়টি বন বিভাগের নজরে গেলে স্থানীয় বিট কর্মকর্তা সালাহ্ উদ্দিন সংঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ময়নার ছানাগুলো উদ্ধার করেন। পরে প্রাথমিকভাবে দেখাশুনার জন্য বন বিভাগের সমন্বয়ে স্থানীয় পরিবেশ কর্মী স্বেচ্ছাসেবী খোর্শেদ আলমের কাছে পরিচর্যার জন্য রাখা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী তিনটি পাহাড়ি ময়না পাখির ছানা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১০মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :