ঢাকাটাইমসে সংবাদ প্রকাশের পর মৌলভীবাজারে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার:
 | প্রকাশিত : ১০ মে ২০২২, ২১:১৮

'মৌলভীবাজারে নতুন দামে বিক্রি হচ্ছে পুরাতন তেল ' শিরোনামে ৯ মে রাতে ঢাকা টাইমসে সংবাদ আপ হওয়ার পর আজ মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যাপক অভিযান চালায়। তারা জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে দিনব্যাপী অভিযান চালিয়ে নতুন দামে পুরাতন তেল বিক্রিসহ অন্যান্য অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে শমসেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অতিরিক্ত দামে তেল বিক্রিসহ অন্যান্য অভিযোগে শমসেরনগর বাজারে অবস্থিত মেসার্স আব্দুল করিম স্টোরকে ১ হাজার টাকা, আহমদ স্টোরকে ১ হাজার টাকা, হামিদ এন্ড কালাম সিটি সেন্টারে অবস্থিত নোহা কসমেট্রিক্সকে ৫০০ টাকা, স্টেশন রোডে অবস্থিত এ কে শপিং মলকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এছাড়াও অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রয় করার দায়ে পুলিশ কর্মকর্তা মো: হাসিম উদ্দিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে শমসেরনগর বাজারের ভেতর বাজারে অবস্থিত আসফি ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়া আইন অনুসারে ২৫ শতাংশ বা ১ হাজার টাকা তাৎক্ষণিক অভিযোগকারীকে প্রদান করা হয়। এসময় ব্যবসায়ীদের পূর্বের তেল পূর্বের দামে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১০মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :