সিরাজগঞ্জে দুই হাজার লিটার সয়াবিন তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মে ২০২২, ১৫:২৭

সিরাজগঞ্জের বেলকুচিতে সয়াবিন তেল মজুদ, উচ্চ মূল্য নেওয়া, সয়াবিনের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করার অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মজুদকৃত প্রায় দুই হাজার লিটার সয়াবিন তেল নায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।

বুধবার দুপুর ১টার দিকে জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন অভিযোগে বুধবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারে রায়হান স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মজুদকৃত প্রায় দুই হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে খোলা বাজারে বোতলকৃত সয়াবিন তেল বিক্রি করা হয়। এ ঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানকে সাময়িক সিলগালা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :