শায়েস্তাগঞ্জে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মে ২০২২, ১৯:০২

সয়াবিনের বোতলের গায়ের মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগে শায়েস্তাগঞ্জ পৌর শহরের ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা অভিযান চালিয়ে এ জরিমানা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিংহ এ তথ্য নিশ্চিত করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, জেলার শায়েস্তাগঞ্জ শহরের দাউদনগর, ও পুরানবাজারে অভিযান চালানের সময় দেখা যায় সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা দাম ঘষে তুলে অতিরিক্ত দামে বিক্রি এবং বোতলের তেল ঢেলে অতিরিক্ত দামে খোলা তেল হিসেবে বিক্রির অপরাধে ৬ টি দোকানীকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং শায়েস্তাগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিংহ জানিয়েছেন, আরও কঠোরভাবে এ অভিযান চালানো হব। প্রয়োজনে জেল জরিমানা করা হবে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

(ঢাকাটাইমস/১১মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :