ময়মনসিংহে সংঘর্ষে দুই বাস বিধ্বস্ত, চালকসহ আহত ২০

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মে ২০২২, ২১:৪৫

ময়মনসিংহের সদর উপজেলায় সংঘর্ষে দুটি বাসই বিধ্বস্ত হয়ে গেছে। এ সময় চালকসহ অন্তত ২০ জন আহত হন।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিকুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের রশিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে একটি বাসের চালকসহ ২০ জন আহত হন। তবে আহতদের পরিচয় জানা যায়নি। অপর বাসের চালক পালিয়েছেন। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে নেত্রকোনাগামী একটি বাস ময়মনসিংহ সদর উপজেলার রশিদপুরে পৌঁছলে একই সময়ে বিপরীত দিক আসা অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে দুটি বাস বিধ্বস্ত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান জানান, দুই বাসের সংঘর্ষে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে ১১ জনকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।

(ঢাকাটাইমস/১১মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :