পাঁচবিবিতে ধানের ট্রাকে ফেনসিডিল

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মে ২০২২, ২১:৪৯

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের গো-হাটী এলাকায় ধানবোঝায় ট্রাক থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও ধানবোঝায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

বুধবার বিকালে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- নওগাঁর ধামুরহাট উপজেলার চাঁদপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ওবাইদুল ইসলাম (২৭), পাঁচবিবি উপজেলার বাগুয়ান গ্রামের আ. সামাদের ছেলে আসাদুল ইসলাম (২৮), জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের আলতাব হোসেনের ছেলে গাজীউল ইসলাম (৩৮), পাঁচবিবির শেকটা গ্রামের আ. কুদ্দুসের ছেলে নাজমুল ইসলাম (৩৫) ও একই উপজেলার বাগুয়ান গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে মাহাফুজার রহমান (৪২)।

ওসি বলেন, মঙ্গলবার গভীর রাতে দিনাজপুরের হিলি থেকে জয়পুরহাট অভিমুখী ধানবোঝায় একটি ট্রাকে ফেনসিডিল পাচার হচ্ছে। এমন গোপন সংবাদেরভিত্তিতে পাঁচবিবি পৌর শহরের গো-হাটী এলাকায় অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

(ঢাকাটাইমস/১১মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :