মির্জাপুরে বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত যুবকের সাজা

প্রকাশ | ১১ মে ২০২২, ২২:১৩

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

মির্জাপুরে গাঁজাসহ আশিক মিয়া (২৯) নামে এক মাদকসেবীকে আটক করে দুই মাসের বিনাশ্রম সাজা ও ২০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল এই সাজা দেন।

আশিক মিয়া উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ফেরিওয়ালা।

জানা গেছে, কয়েক বছর আগে বন্ধুদের সঙ্গে পড়ে মাদকাসক্ত হয়ে পড়েন আশিক। সম্প্রতি মাদকের টাকার জন্য তার বাবা-মাকে নির্যাতন করে শুরু করে। আশিকের বাবা-মায়ের অভিযোগেরভিত্তিতে দুপুরে দেওহাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) আইয়ূব খান উপস্থিত ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আশিককে দুই মাসের বিনাশ্রম সাজা এবং ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাজাপ্রাপ্ত যুবকের বাবা-মায়ের অভিযোগেরভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটকের পর সাজা দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১১মে/এলএ)