আগে নিরপেক্ষ সরকার, পরে নির্বাচন: মির্জা ফখরুল

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মে ২০২২, ১৪:৫৩

সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ইভিএম বুঝি না, এই সরকারকে আগে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল আরো বলেন, সকল নেতাদের মুক্তি এবং মামলা প্রত্যাহার করে নিতে হবে তারপর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। আজকে যখন সারাদেশে আওয়ামী লীগ ফ্যাসিবাদী নির্যাতনের নির্যাতিত তখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলার সাজা দিয়ে আজকে গৃহবন্দী করে রাখা হয়েছে তিন বছর রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে আমাদের নেতা তারেক রহমানকে আজকে মিথ্যা মামলায় তাকে নির্বাসিত করে রাখা হয়েছে। আমাদের ৬শত বেশি নেতা-কর্মী গুম হয়ে গেছে খুন হয়ে গেছে সেই সময়ে আজকে লালমনিরহাটে আজকে এই সাইকেল রেলি গণতন্ত্রের রেলি আজ থেকে নতুন করে প্রাণ সঞ্চার করবে বলে তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি আসাদুল হাবিব দুলুসহ জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাইকেল রেলিতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

(ঢাকাটাইমস/১২মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বেড়েই চলছে: ড্যাব 

এই বিভাগের সব খবর

শিরোনাম :