লিবিয়ায় বন্দি থাকা ১৬২ বাংলাদেশি দেশে ফিরেছেন

প্রকাশ | ১২ মে ২০২২, ১৭:৩১

ঢাকাটাইমস ডেস্ক

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ১৬২ জন বাংলাদেশি। তাদের বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) সূত্র জানায়, দেশে ফেরত আসা ১৬২ জন বাংলাদেশি লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দী ছিলেন। ত্রিপলির বাংলাদেশ দূতাবাস ও আইওএমের যৌথ প্রচেষ্টায় তাদেরকে দেশে ফেরত আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে, ১৬২ বাংলাদেশিকে বর্তমানে বিমানবন্দরে রাখা হয়েছে। তাদের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহের পর রাতের মধ্যেই পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।

(ঢাকাটাইমস/১২মে/ওএফ/কেএম)