ঢাকায় বাড়ছে শনাক্তের হার

প্রকাশ | ১২ মে ২০২২, ১৮:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছেন ৫১ জন। এর মধ্যে ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। গত কয়েক দিনে মোট শনাক্তের সংখ্যায় দেখা যায় ঢাকায় সংক্রমণের হার বাড়ছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৮ মে করোনা শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে ১৯ জন, ৯ মে ৩০ জনের মধ্যে ২৩ জন, ১০ মে শনাক্ত ২৬ জনের মধ্যে ১২ জন এবং ১১ মে ৩৩ জনের মধ্যে ১৯ জন ঢাকার ছিলেন।

এদিকে গত এক দিনে করোনায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২২ দিন করোনায় মৃত্যুহীন রয়েছে দেশ।

আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৮৯। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৫৩।

এছাড়া গত ২৪ ঘণ্টায়  ঢাকা বিভাগের ৪৩ জন ছাড়া সিলেটে ৫, খুলনায় ২ এবং রংপুরের ১ জনের করোনা শনাক্ত হয়। ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগে কারও করোনা শনাক্ত হয়নি।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫২ হাজার ৯৩৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬০৩ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।

(ঢাকাটাইমস/১২মে/ওএফ/ইএস)