রংপুরে রাসেল-শামীমার নামে প্রতারণা মামলা, গ্রেপ্তারি পরোয়ানা

রংপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মে ২০২২, ০৮:৩১

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রাসেলের স্ত্রী শামীমা নাসরিনের নামে রংপুরে প্রতরণা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী আমলি আদালতের বিচারক এফ.এম আহসানুল হক এ আদেশ দেন।

নগরীর ব্যবসায়ী অমিত বণিক মামলাটি করেন। বাদীর আইনজীবী সিপন সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, কোম্পানিটি ২০২০ সালের ৫ ডিসেম্বর থেকে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে টিভি, সিসি ক্যামেরা, ওয়াশিং মেশিন, কম্পিউটার মনিটর, গ্যাসের চুলাসহ নানা পণ্য সরবরাহের কথা বলে তিন দফায় ২০ লাখ ‌‌‌‌‌৪৬ হাজার ৯৮৫ টাকা আত্মসাৎ করেছে। অর্ডারা দেয়া পণ্য ৪৫ দিনের মধ্যে সরবরাহ করার কথা থাকলেও তা আসামিরা তা করেননি। এই অভিযোগে আদালতে প্রতারণার মামলা করেছেন ব্যবসায়ী অমিত।

এর আগে গত বছরের ১৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় একই ধরনের অভিযোগে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন আরিফ বাকের নামে একজন গ্রাহক।

ওই মামলায় পরের দিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে র‌্যাব তাদের গ্রেপ্তার করে। এর পরে বিভিন্ন মামলায় আসামিদের রিমান্ডে নেয়া হয়। এর মধ্যে শামীমা সবগুলো মামলায় জামিন পেয়ে গত ৬ এপ্রিল কারামুক্ত হয়েছেন।

রাসেল চেক প্রতারণার নয়টি মামলায় জামিন পেয়েছেন। আরও কিছু মামলা থাকায় তিনি এখনো কারামুক্ত হতে পারেননি বলে জানিয়েছেন তার আইনজীবী আহসান হাবীব।

(ঢাকাটাইমস/১৩মে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :