ফরিদপুরে তিনশ লিটার সয়াবিন উদ্ধার, ৬০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মে ২০২২, ১৪:২৬

ফরিদপুর শহরের হেলিপ্যাড মাকেটে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে তিনশ লিটার সয়াবিন তৈল জব্দ করে। এসময় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ও দশ দিনের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।

শুক্রবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

ফরিদপুর ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের হেলিপ্যাড মাকের্টের মফিজ স্টোর ও আসাদ ষ্টোরে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছে পুরনো দরের প্রায় তিনশ লিটার বিভিন্ন কোম্পানির সায়াবিন তৈল জব্দ করা হয়।

তিনি বলেন, জব্দকৃত তৈল উপস্থিত ক্রেতাদের পূর্বের মূল্যে দিয়ে দেওয়া হয়েছে। অবৈধভাবে তেল মজুতের দায়ের মফিজ ষ্টোরকে ৪০ হাজার এবং আসাদ ষ্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ওই দুই ব্যবসা প্রতিষ্ঠান দশ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

এই অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশ, বাজার কর্মকতা। তিনি জানিয়েছেন এই অভিযান সরকারি নির্দেশ অনুযায়ী অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৩মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :