আমদানি বন্ধে বেড়েছে পেঁয়াজের দাম

ওমর ফারুক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মে ২০২২, ১৬:০৯ | প্রকাশিত : ১৩ মে ২০২২, ১৬:০৮

পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে বেড়েছে পেঁয়াজের দাম।খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। গতো সপ্তাহেও ৩০ টাকা কেজি বিক্রি হয়েছে পেঁয়াজ।অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দামে বেড়েছে ১৫ টাকা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন্ দোকান ও বাজারে ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ৪২ থেকে ৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে কেজি পেঁয়াজ ।আর পাইকারী বাজারে সেটা ৩২ থেকে ৩৫ টাকা।

হঠাৎ দাম বেড়ে যাওয়ার কারন হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক কারওয়ান বাজারের এক পাইকারি বিক্রেতা বলেন, এলসির (ঋনপত্র) মেয়াদ ৫ মে শেষ হয়ে যাওয়ায় নতুন করে এলসি খুলে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানী করা যাচ্ছে না। আমদানি শুরু হলে আশা করি পেঁয়াজের দাম কমে যাবে।

আরেক ব্যবসায়ী সবুর হক ঢাকাটাইমসকে বলেন, পেঁয়াজ আমদানী বন্ধ হয়ে গেছে শুনে কিছু ব্যবসায়ী দেশীয় পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। অথচ বাজারে যথেষ্ট পরিমানে দেশী পেঁয়াজের মজুত রয়েছে।

পেঁয়াজ মজুতের বিষয়টি সত্য কিনা জানতে চাইলে মহাখালী কাঁচা বাজারের ব্যবসায়ী কালী ঘোষ বলেন, দেশের যেসব অঞ্চল অর্থাৎ ফরিদপুর,পাবনায় পেঁয়াজের চাষ হয়, সেসব অঞ্চলে বৃষ্টির ফলে পেঁয়াজের ফলন নষ্ট হয়েছে।যার ফলে দাম বেড়ে গেছে।

কারওয়ান বাজারে পেঁয়াজ কিনতে আসা ইদ্রিস আলী বলেন, গত সপ্তাহে পেঁয়াজের কেজি কিনেছি ৩০ টাকা করে। আজ ৪৫ টাকা কেজি কিনতে হচ্ছে। এক লাফে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বেড়ে গেছে। শুধু পেঁয়াজ না, বাজারে এখন সব কিছুর দাম অস্বাভাবিক। চাল, তেল, চিনি, ডাল কিনতে আমাদের মতো সাধারন মানুষের নাভিশ্বাস উঠেছে।

বেসরকারী চাকরিজীবী নাজমুল হক বলেন, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে আমাদের মতো স্বল্প আয়ের মানুষেরা খুব কষ্টে দিন যাপন করছেন। কিন্তু এ কষ্ট দেখার মতো কেউ নেই। বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণেও কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

মোহাম্মদপুরের ভাই ভাই স্টোরের বিক্রেতা আল আমিন বলেন, দুদিনে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বেড়েছে। গত সপ্তাহে আমরা এক কেজি পেঁয়াজ ৩০ টাকা বিক্রি করেছি। ইন্ডিয়া থেকে আমদানী বন্ধ হওয়ায় পাইকারি বাজাবে দাম বেড়ে গেছে। ফলে এখন সেই পেঁয়াজ আমাদের ৪৫ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।

দেশে পেঁয়াজের চাহিদার বড় অংশই দেশীয় ফলন দিয়ে মেটানো হয়। গত ২০২০–২১ অর্থবছরে দেশে ২২ লাখ ৬৪ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যা চাহিদার প্রায় ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশ চাহিদা মেটানো হয় আমদানি করা পেঁয়াজ দিয়ে।

(ঢাকাটাইমস/১২মে/ওএফ/আরকেএইচ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা

ব্যাংক এশিয়া কিনে নিচ্ছে পাকিস্তানি আলফালাহ ব্যাংক

এনসিসি ব্যাংক এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে চুক্তি

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মইদুল ইসলাম

ডিএমডি হলেন অগ্রণী ব্যাংকের শামিম উদ্দিন আহমেদ

জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের

নাটক রূপান্তর: দুঃখ প্রকাশের পর এবার বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ ওয়ালটনের

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে ওয়ালটনের আইনি নোটিশ, চুক্তি বাতিল

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫১তম সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কর্মসংস্থান ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :