তিন যুবলীগ কর্মীকে কুপিয়েছে আ.লীগ কর্মীরা

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মে ২০২২, ১১:২৯

নাটোরে সন্ত্রাসবিরোধী মিছিল শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন তিন যুবলীগ কর্মী। তারা হলেন আবুল হোসেন, লিটন আলী ও আজিজুল ইসলাম। শুক্রবার রাতে শহরতলির একডালা এলাকায় আওয়ামী লীগের প্রতিপক্ষ গ্রুপের লোকজন তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

আহতদের মধ্যে আবুল হোসেন ও লিটন আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আজিজুল নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও যুবলীগ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর শহরের স্টেশন বাজার এলাকায় যুবলীগ কর্মী আবুল মেম্বার ও তার সমর্থকরা বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষোভ শেষে ফিরে যাবার সময় একডালা এলাকায় প্রতিপক্ষের আওয়ামী লীগ কর্মী ইউসুফ গ্রুপের লোকজন তাদের ওপর হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, ঘটনার খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল এবং সদর হাসপাতালে অবস্থান নেয় এবং হামলাকারীদের ধরতে অভিযান শুরু করে।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আন্দোলন করে শহর অচল করে দেওয়া হবে।

অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী ইউসুফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, বর্তমানে চলমান দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

(ঢাকাটাইমস/১৪মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :