ঢাকা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৭

প্রকাশ | ১৪ মে ২০২২, ১১:৫২ | আপডেট: ১৪ মে ২০২২, ১৫:৫০

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।

ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানি থানার এসআই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মুফাজ্জেল হক বলেন, রাজিব পরিবহন নামে একটি বাস মাওয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি বাহনই দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির এই কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৪মে/কেএম)