বেসামরিক নাগরিক হত্যার অভিযোগে রুশ সেনার বিচার শুরু

প্রকাশ | ১৪ মে ২০২২, ১২:১৪ | আপডেট: ১৪ মে ২০২২, ১৪:০০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

নিরস্ত্র এক বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগে ভাদিম শিসিমারিন নামে এক রুশ সার্জেন্টের বিরুদ্ধে হত্যার অভিযোগে বিচার কার্যক্রম শুরু করেছে ইউক্রেনের একটি আদালত।

বিবিসি জানায়, ২১ বছর বয়সী  রুশ সেনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, ইউক্রেনের যুদ্ধের আইন ও রীতিনীতি সংক্রান্ত ফৌজদারি অপরাধের শাস্তির ধারা অনুযায়ী ওই সেনার যাবজ্জীবন সাজা হতে পারে।

ওই সেনার বিরুদ্ধে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় গ্রাম চুপাখিভকায় গাড়ির জানালা দিয়ে ৬২ বছর বয়সী এক নিরস্ত্র ইউক্রেনীয়কে হত্যার অভিযোগ আনা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর প্রথম সপ্তাহেই ওই নাগরিককে হত্যা করা হয়।

পরে ইউক্রেনের সেনাদের হাতে আটক হন ওই রুশ সেনা। তিনি ট্যাংক ইউনিটের দায়িত্বে ছিলেন।

(ঢাকাটাইমস/১৪মে/আরআর)