সিলেটে নদ-নদীর পানি বাড়ছে, কুশিয়ারায় বিপৎসীমা অতিক্রম

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার
 | প্রকাশিত : ১৪ মে ২০২২, ১৪:১৩

কিছুদিন ধরে থেমে থেমে ভারী বর্ষণে সিলেটে প্রধান নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। সিলেটের কানাইঘাটে ইতিমধ্যে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলের মাঠ। ভারতীয় অংশ বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে। এখানে শনিবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।এছাড়া সিলেটে ১৪২মি মি, শেওলায় ১৪৮মি মি, মৌলভীবাজারে মনু রেল ব্রিজে ১৩৫ মি.মি, চাদনীঘাটে ৩১মি মি এবং কমলগঞ্জে ১২৫ মিলি মিটার বৃষিপাত রেকর্ড করা হয়।

কৃষি বিভাগ জানায়, হাকালুকি, কাউয়াদিঘী ও হাইল হাওরের বোরো ধান কাটা শেষ হয়েছে। তবে বৃষ্টির কারণে সমতলের বোরো ধান এবং আউশের বীজতলা তলিয়ে গেছে।

(ঢাকাটাইমস/১৪মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :