ঢাকা টাইমসের ১০ম বর্ষে পদার্পণে ন্যাপের শুভেচ্ছা

আত্মপ্রকাশের ৯ বছর পেরিয়ে আজ দশম বর্ষে পদার্পণে পাঠকপ্রিয় ঢাকা টাইমসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
শনিবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় প্রতিষ্ঠানটির সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের মতো রাষ্ট্রে গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণ মানুষ এসব গণমাধ্যম থেকে খবর পড়ে থাকে। আর সেই খবরের ওপর ভিত্তি করে তারা তাদের মতামত তৈরি করে থাকে।
তারা বলেন, দেশের বৃহৎ স্বার্থে ঢাকা টাইমস দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পথ চলছে। আগামী দিনে ঢাকা টাইমস আরও জনপ্রিয় গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পাবে বলে আশা করি।
নেতৃদ্বয় সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, কর্মী ও অগণিত পাঠকসহ ঢাকাটাইমসের পরিবারের প্রতি শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, ঢাকা টাইমস বস্তুনিষ্ঠ সংবাদ প্রদানে অগ্রণী ভূমিকা পালনের মধ্য দিয়ে পাঠকের কাছে বিশ্বস্ত, নির্ভরযোগ্য ও জনপ্রিয় নিউজ পোর্টালে পরিণত হয়েছে। তারা সে ধারা অব্যাহত রাখবে বলে আশা করি।
(ঢাকাটাইমস/১৪ মে/এমআই/এআর)
সংবাদটি শেয়ার করুন
গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত
গণমাধ্যম এর সর্বশেষ

ঢাকা টাইমসের ১০ বর্ষে পদার্পনে বাংলাদেশ যুব শক্তির শুভেচ্ছা

১০ম বছরে পা রাখল ঢাকা টাইমস, এনডিপির শুভেচ্ছা

ঢাকা টাইমসের ১০ম বর্ষে পদার্পণে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শুভেচ্ছা

দশম বর্ষে ঢাকা টাইমস

ক্র্যাবকে স্থায়ী কার্যালয় দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

সাংবাদিক, কবি ও গীতিকার কে জি মোস্তফা আর নেই

মুক্ত গণমাধ্যম নিয়ে সম্পাদক পরিষদের আলোচনা ১৪ মে

আরএসএফের গণমাধ্যম সূচক প্রত্যাখ্যান তথ্যমন্ত্রীর

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে এক বছরে ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ
