মুশফিকের রিভার্স সুইপ নিয়ে যা বললেন ডোমিঙ্গো

প্রকাশ | ১৪ মে ২০২২, ১৪:৫৬

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম যে রিভার্স সুইপ কতটা ভালোবাসেন, তা আর বলার উপেক্ষা রাখে না। কিন্তু এই শটের কারণেই অসংখ্য উইকেট হারাতে হয়ে তাকে। আর তাতেই বারবার সমালোচনার মুখে পড়েছেন তিনি। টাইগার কোচ রাসেল ডোমিঙ্গোর মুশফিকের রিভার্স সুইপে আপত্তি নেই। তবে উপযুক্ত সময় বেঁছে নিতে পরামর্শ দিলেন দলের হেড কোচ।

বাংলাদেশ দলের সবশেষ সিরিজের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রিভার্স সুইপে মুশফিকের আউট ছিল একেবারেই দৃষ্টিকটু। ওই অপ্রয়োজনীয় শটের কারণে দলকে বিপদে রেখে বোল্ড হয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি।

তার ওই শটে আউট হওয়ার পর প্রতিক্রিয়ায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সোজাসুজি বলেছেন, ‘ওর কাছ থেকে ওইরকম শট আমরা কেউ আশা করিনি।’

মুশফিকের রিভার্স সুইপ খেলা প্রসঙ্গে রাসেল ডমিঙ্গো বলেন, ‘সে দারুণ একজন রিভার্স সুইপার, রিভার্স সুইপ থেকেই অতীতে অনেক রান পেয়েছে এবং এই শটে সে আত্মবিশ্বাসী। একজন বাঁহাতি ব্যাটার হলে প্রথম ২০-৩০ বলেই কভার ড্রাইভিং করতে গেলে আপনি চাপে থাকবেন। ৫০-৬০ রানের পর কভার ড্রাইভ খেলা ঠিক আছে। রিভার্স সুইপের ব্যাপারটিও তাই। কখন খেলছেন এটা গুরুত্বপূর্ণ।’

ডোমিঙ্গো আরও বলেন, ‘কেউ কোনো শট ভালো খেললে, এই শটকে ভালো অপশন মনে করলে এতে সমস্যা নেই। শট খেলার সময়টা গুরুত্বপূর্ণ। কখন এবং কেন এই শট খেলা প্রয়োজন তা বোঝা গুরুত্বপূর্ণ।’

(ঢাকাটাইমস/১৪মে/এমএম)