যুক্তরাষ্ট্র-কানাডার শতাধিক থিয়েটারে বাংলাদেশের ‘পাপ-পুণ্য’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মে ২০২২, ১৬:০৬

উত্তর আমেরিকা ও কানাডার ১১২টি থিয়েটারে আগামী ২০ মে মুক্তি পেতে চলেছে বাংলাদেশি সিনেমা ‘পাপ-পুণ্য’। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই সুখবর জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি এই সিনেমায় প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন।

চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘উত্তর আমেরিকার দর্শকদের জন্য আমার অনেক ভালোবাসা জমে আছে। ‘আয়নাবাজি’ আর ‘দেবী’ সেখানে অনেক বড় সফলতা পেয়েছে, একথা সবার জানা। এবার পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ কানাডা ও আমেরিকার ১১২টি থিয়েটারে আমার নতুন সিনেমা ‘পাপ-পুণ্য’ মুক্তি দিচ্ছে।’

অভিনেতা আরও লিখেছেন, ‘লিস্ট দেখে আমার মনটা ভরে গেছে। ভালো লাগছে কানাডা ও আমেরিকার ১২ লাখ বাংলাদেশি চাইলেই কাছের থিয়েটারে দেশের সিনেমা উপভোগ করতে পারবেন। বাংলাদেশের প্রেক্ষাগৃহেও আসছে পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা, ‘পাপ-পুণ্য’। শুভমুক্তি ২০ মে।’

অর্থাৎ, চঞ্চল চৌধুরীর পোস্ট থেকে এটা স্পষ্ট যে, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায় একই দিনে মুক্তি পাচ্ছে ‘পাপ-পুণ্য’। এই সিনেমাটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম। এখানে চঞ্চল চৌধুরী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফসানা মিমি ও নবাগতা শাহনাজ সুমিসহ অনেকে।

যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটি মুক্তি পাওয়ার বিষয়ে এটির পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেছেন, ‘অবশেষে স্বপ্ন সত্যি হতে চলেছে। আমাদের পরিবেশনায় ১৬ নম্বর ছবিটি একযোগে আমেরিকা ও কানাডার ১১২টি থিয়েটারে মুক্তি দেওয়ার মাইলফলক স্পর্শ করতে চলেছি। এ বছরের শুরুতে আমরা ঘোষণা দিয়েছিলাম, এখন থেকে আমাদের পরিবেশনায় প্রতিটি সিনেমা ১০০-এর বেশি সিনেমা হলে একসঙ্গে মুক্তি পাবে। অবশেষে ‘পাপ-পুণ্য’ মুক্তির মাধ্যমে সেটি শুরু হচ্ছে।’

‘পাপ-পূণ্য’তে চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন খোরধেম চরিত্রে। ‘মনপুরা’র পর ফের এবার গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় কাজ করলেন চঞ্চল। এই সিনেমায় আফসানা মিমি রয়েছেন পারুল চরিত্রে, আল-আমিন চরিত্রে সিয়াম আহমেদ এবং নবাগত শাহনাজ সুমিকে দেখা যাবে সাথী চরিত্রে।

(ঢাকাটাইমস/১৪ মে/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :