মেহজাবিনের ফেসবুক থেকে সাহায্যের আবেদন

প্রকাশ | ১৪ মে ২০২২, ১৬:৩৭

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে একজন ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য সাহায্যের আবেদন জানানো হয়েছে। ওই পোস্টের নিচে সাহায্য পাঠানোর মাধ্যম হিসেবে দুটি বিকাশ নম্বর, দুটি নগদ নম্বর, একটি রকেট নম্বর ও সিটি ব্যাংক গুলশান শাখার একটি অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে।

ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘ছোট্ট একটা আপু ফুসফুস ক্যান্সারে (Lungs Cancer) ভুগছে, মেয়েটা প্রতিদিন এমন একটি জীবনের সাথে লড়াই করছে যা অত্যন্ত কষ্টের। ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে করাতে মেরুদন্ডের হাড়ে ক্যান্সার ছড়িয়ে গেছে। মেয়েটা পুরোপুরি সুস্থ হতে পারে তবে চিকিৎসা খুবই ব্যয়বহুল।’

‘আপুর বাবাও বেঁচে নেই, এতিম। টাকার অভাবে চিকিৎসা এখন বন্ধ এবং তার অবস্থা খুবই খারাপ। তাই চিকিৎসার জন্য ডোনেশন/সাহায্য চাচ্ছি। যে যা পারেন, একটু সাহায্য করবেন প্লিজ। (যাকাতও দিতে পারেন চাইলে, উনি যাকাতের যোগ্য)। কেউ চাইলে ডাইরেক্টলি হসপিটালে এসে কেমোও কিনে দিয়ে যেতে পারবেন। মেয়েটা যে কতটা কষ্ট পাচ্ছে তা বলে বোঝানো সম্ভব না।’

বিকাশ: 01746392021 (পার্সোনাল)

বিকাশ: 01721088757 (পার্সোনাল)

নগদ: 01721088757 (পার্সোনাল)

নগদ: 01746392021 (পার্সোনাল)

রকেট: 01721088757 (পার্সোনাল)

The City Bank Limited - Gulshan Branch

Account Number: 2223217227001

Account Name: Sayeda Asma Khatun

পোস্টের একেবারে শেষে লেখা হয়েছে, ‘আপনার একটু সাহায্য তাসমিয়াকে সুস্থভাবে বাঁচাতে পারে।’ অর্থাৎ, যে মেয়েটির জন্য সাহায্যের আবেদন করা হয়েছে, তার নাম তাসমিয়া। মেহজাবিনের পেজ থেকে মেয়েটির একটি ছবি পোস্ট করা হয়েছে। ওই পোস্টের নিচে নেটিজেনরা মেয়েটির সুস্থতা কামনা করেছেন। কেউ কেউ আবার নানাভাবে সাহায্যের কথা বলেছেন। কেউ বা দিয়েছেন পরামর্শ।

(ঢাকাটাইমস/১৪ মে/এএইচ)