মির্জাপুরে ছয় ইউপিতে নৌকা পেলেন যারা

প্রকাশ | ১৪ মে ২০২২, ১৭:০৩

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

মির্জাপুরে ছয় ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোয়ন দেয়া হয়। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা বহুরিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. আবু সাঈদ ছাদু, লতিফপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. জাকির হোসেন, ভাওড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, ফতেপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া, আজগানা ইউনিয়নে আব্দুল কাদের সিকদার ও  তরফপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম মোল্লা।

১৫ জুন অষ্টম ধাপে এই ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। অষ্টম ধাপে ইউপি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলগত ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিয়ে শুক্রবার তাদের দলীয় মনোনীত প্রার্থীদের মধ্যে  নৌকা প্রতীক বরাদ্দ দেয়।

এদিকে মির্জাপুরের ছয় ইউনিয়নের নৌকার প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাংসদ খান আহমেদ শুভ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমদ। তারা দল মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সকলস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৪মে/এআর)