সোমালিয়ায় রবিবার রাষ্ট্রপতি নির্বাচন: রাজধানীতে ৩৩ ঘণ্টার কারফিউ জারি

প্রকাশ | ১৪ মে ২০২২, ১৭:৫৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

 

আগামীকাল রবিবার রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে রাজধানী মোগদিশুতে ৩৩ ঘণ্টার কারফিউ জারি করেছে সোমালিয়ার পুলিশ বিভাগ। তবে কারফিউ চলাকালে সংসদ সদস্য, নিরাপত্তাকর্মী এবং নির্বাচন সংশ্লিষ্টদের চলাচলে কোনো বাধা থাকবে না।  

আরব নিউজ জানায়, সোমালিয়া পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ১৪ মে (রবিবার) সারাদিন রাজধানীতে কারফিউ থাকবে। দেশটির স্থানীয় সময় শনিবার রাত ৯টা থেকে এই কারফিউ শুরু হবে, চলবে সোমবার সকাল ছয়টা পর্যন্ত।

দেশটির উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মোট ৩২৯ জন সংসদ সদস্য নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। ভোটের দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জনসাধারণকে ঘরে রাখতে ৩৩ ঘণ্টার এই কারফিউ জারি করা হয়েছে।

বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ এবার নির্বাচনে দুইজন সাবেক প্রেসিডেন্টসহ ৩৭ জন প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়ছেন।

(ঢাকাটাইমস/১৪মে/আরআর)