গোলাপগঞ্জে এলিম, বিয়ানীবাজারে শুক্কুর আ.লীগের প্রার্থী

প্রকাশ | ১৪ মে ২০২২, ১৮:১৮

মো. মুন্না মিয়া, সিলেট:

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের আসন্ন উপনির্বাচনে চেয়ারম্যান পদে ও বিয়ানীবাজার পৌরসভার মেয়র পদে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। গোলাপগঞ্জ উপজেলায় দলটির মনোনয়ন পেয়েছেন সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীর সহোদর জেলা আওয়ামী লীগের সদস্য শিল্পপতি মঞ্জুর শাফি চৌধুরী এলিম। আর বিয়ানীবাজার পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবদুস শুকুর।

আগামী ১৫ জুন গোলাপগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ও বিয়ানীবাজার পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুই প্রতিষ্ঠানে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন প্রায় দুই ডজন নেতা-নেত্রী।।

অবশেষে শুক্রবার (১৩ মে) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাঁদেরকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম। তিনি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের টানা দু'বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরীর ছোট ভাই। এলিম ছাড়াও এ উপজেলা থেকে আওয়ামী লীগের দলীয় ফোরামে মনোনয়ন চেয়েছিলেন আরও অনেকেই। তারা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যুব মহিলালীগ নেত্রী নাজিরা বেগম শীলা, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আকবর আলী ফখর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফরহাদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল ওহাব জোয়ারদার মওসুফ।

এদিকে, বিয়ানীবাজারে পৌরসভায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে অন্তত ডজন খানেক প্রার্থী নৌকা চেয়ে বসেন। তারা তফসিল ঘোষণার আগে থেকে নানাভাবে নিজেদের অবস্থান জানান দিয়ে আসছিলেন। পৌর মেয়র হতে দেশি প্রার্থীদের সঙ্গে টক্কর দিতে মাঠে নামেন ক্ষমতাসীন দলের প্রবাসী নেতারাও। সবার একটাই প্রত্যাশা দলীয় প্রতীক নৌকা। এরইমধ্যে অনেকে লবিং-তদবির করলেও অবশেষে বর্তমান মেয়র আবদুস শুকুরেই ভরসা করেছে আওয়ামী লীগ। 

এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস শুকুর ছাড়াও ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলার সদস্য আব্দুল হাসিব মনিয়া, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুস টিটু, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুকুল হক, কানাডা প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা আহবাব হোসেন সাজু, সাবেক পৌর প্রশাসক মো. তফজ্জুল হোসেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ১৫ জুন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ মে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। এরপর ১৫ জুন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৪মে/এআর)