বায়তুল মোকাররমের প্রথম খতিবের মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ | ১৫ মে ২০২২, ০২:২৯
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম খতিব (১৯৬৪-১৯৭৪) মুফতিয়ে আজম সাইয়েদ মুহাম্মদ আমীমুল ইহসান বারাকাতী (রহ.)-এর ওরস (মৃত্যুবার্ষিকী) পালিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর পুরান ঢাকার কুলুটোলা জামে মসজিদে মুফতি আমীমুল ইহসান একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে মরহুমের জীবনী আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল হয়। মোনাজাত করেন মাওলানা নাঈমুল ইহসান বারাকাতী।
মুফতি মুহাম্মদ আমীমুল ইহসান বারকাতী ১০ শাওয়াল ১৩৯৫ হিজরি (১৯৭৪ সালের ২৭ অক্টোবর) সালে ৬৩ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
১৯৪৭ সালে আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তরিত হলে তিনি এই দেশে চলে আসেন এবং ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যাপনার কাজে যুক্ত হন। ১৯৫৫ সালে ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা, জাফর আহমদ উসমানী অবসর গ্রহণের পর আমীমুল ইহসান সেই পদে অস্থায়ীভাবে নিয়োগ পান। এরপর তিনি ১৯৫৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত স্থায়ীভাবে সেই পদে নিযুক্ত ছিলেন।
ইসলামের সেবায় ও দাওয়াতি কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ১৯৮৪ সালে তাকে মরণোত্তর স্বর্ণপদক ও সনদ দান করেন।
মুফতি আমীমুল ইহসান ১৯১১ সালের ২৪ জানুয়ারি (হিজরী: ২২ মুহাররম ১৩২৯) ভারতের বিহার প্রদেশের মুঙ্গের জেলার অন্তর্গত পাঁচনা গ্রামে জন্মগ্রহণ করেন।
(ঢাকাটাইমস/১৫মে/এলএ)