কারাগারে অসুস্থ রেদোয়ান, ঢাকায় প্রেরণ

প্রকাশ | ১৫ মে ২০২২, ০৯:২১

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসকরা প্রাথমিক পর্যবেক্ষণ শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন সাবেক এই সংসদ সদস্যকে। 

চিকৎসকদের পরামর্শ অনুযায়ী শনিবার রাত ৯টার দিকে কারা কর্তৃপক্ষ রেদোয়ানকে ঢাকায় পাঠায়। 

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৯ মে দুপুরে চান্দিনায় নিজ নির্বাচনী এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার সময় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা তার গাড়িতে হামলা চালায়। এরপর আত্মরক্ষায় ব্যক্তিগত শটগান থেকে গুলি চালান সাবেক সংসদ সদস্য রেদোয়ান। এতে  দুইজন আহত হন। 

ওই ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আখলাকুর রহমান বাদী হয়ে ড. রেদোয়ান আহমেদ এবং তার গাড়ি চালকসহ ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার পর ওইদিন রাতেই ড. রেদোয়ান, তার গাড়ি চালক ও অপর দুই দলীয় নেতাকে গ্রেপ্তার করা হয়। 

(ঢাকাটাইমস/১৫মে/এফএ)