চট্টগ্রামে আরও ৮ হাজার লিটার তেল জব্দ, আড়াই লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মে ২০২২, ১৪:৫২ | প্রকাশিত : ১৫ মে ২০২২, ১৪:৪২

চট্টগ্রামের সল্টগোলায় ভোক্তা অধিকার ও র‌্যাবের যৌথ অভিযানে দোকানের গুদাম থেকে ৬ হাজার ১২০ লিটার সয়াবিন ও পামতেল উদ্ধার করা হয়েছে। এছাড়া আগের দামে কেনা সয়াবিন ও পামতেল নতুন দরে বিক্রি করায় সল্টগোলার মেসার্স আসাদ বাণিজ্যালয়কে গুনতে হয়েছে আড়াই লাখ টাকা জরিমানা।

রবিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় নগরীর সল্টগোলার ঈশান মিস্ত্রীর বাজারে মেসার্স আসাদ বাণিজ্যালয়ে র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

অভিযানে অংশ নেয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন বলেন, দোকান মালিক মো. ইলিয়াস হোসেন আগের কেনা অর্থাৎ ১৩৩ টাকায় সয়াবিন ও ১২৭ টাকায় পামতেল নতুন দরে বিক্রি করছিল। পাশাপাশি আমরা দোকানের গোডাউন থেকে ৬ হাজার ১২০ লিটার সয়াবিন ও পামতেল উদ্ধার করেছি। তাই দোকান মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আগের দরেই তেল বিক্রি করবেন এই মর্মে লিখিত অঙ্গীকার করেন।

এদিকে গত শনিবার দুই হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিক মুনাফার আশায় করা অপরাধের মাশুল হিসেবে ভোক্তা অধিকারও করেছে লাখ টাকা জরিমানা। শনিবার (১৪ মে) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন।

এসময় তিনি বলেন, শুক্রবারের অভিযানের পর কর্ণফুলী মার্কেটে আমরা আজও অভিযান পরিচালনা করি। সেখানে জামাল এন্টারপ্রাইজের দুটা গোডাউনে ১৭শ’ লিটার ও হোসেন এন্টারপ্রাই একটা গোডাউন থেকে প্রায় ৩শ’ লিটার করে মোট দুই হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করি। তেল মজুদ করায় জামাল এন্টারপ্রাইজকে ১ লাখ ৫০ হাজার ও হোসেন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তেলগুলো আমরা আগের দামে সাধারণ মানুষের কাছে বিক্রির ব্যবস্থা করেছি।

(ঢাকাটাইমস/১৫মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :