নোয়াখালীতে জামায়াতের ৪৫ নেতাকর্মী আটক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মে ২০২২, ১৬:৩৭ | প্রকাশিত : ১৫ মে ২০২২, ১৬:১৫

নোয়াখালী জেলা শহর মাইজদীর আল ফারুক একাডেমি থেকে জামায়াতের ৪৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমির ও চাষিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মো. হানিফ, বারগাঁও ইউনিয়ন জামায়াতের নেতা সায়েদ আহমেদ, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মহি উদ্দিন হাসান, সাধারণ সম্পাদক ওমর ফারুক ও চাটখিল পৌরসভা জামায়াতের সভাপতি নূর হোসেনসহ ৪৫ জন।

পুলিশ জানিয়েছে, ওই একাডেমিতে বসে তারা সরকার বিরোধী গোপন বৈঠক করছিল। এসময় তাদের কাছে থাকা বিভিন্ন ধরনের ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী বই জব্দ করা হয়।

জেলার অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জামায়াতের নেতাকর্মীরা সরকার বিরোধী গোপন বৈঠক থেকে ধর্মীয় উগ্রতাকে পুঁজি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বে-আইনি কার্যকলাপের প্রস্তুতির অংশ হিসেবে বৈঠকের আয়োজন করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সরকার বিরোধী কার্যকলাপের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

(ঢাকাটাইমস/১৫মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :