মানিকগঞ্জে সাড়ে চার লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৫

প্রকাশ | ১৫ মে ২০২২, ১৭:২৪

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযানে দেশীয় চোলাই মদ ও হেরোইনসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ওসি নজরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার জয়মন্টপ গ্রামের মনির বেপারী (২৫), কাস্তা গ্রামের সুলতান (৩৪), কালিয়াকৈর গ্রামের আব্দুল রাজ্জাক (৩৩), জামালপুর গ্রামের বাহাদুর মিয়া (৩১) এবং সদর উপজেলার পূর্ব দাশড়ার রাজ আহম্মেদ রাজিব (২৮)। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যায় সিংগাইরের জয়মন্টপ গ্রামে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় চোলাই মদসহ মনিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাত ৯টার দিকে এসআই আসাদ মিয়ার নেতৃত্বে বাইমাইল এলাকা থেকে ৩২ গ্রাম হেরোইনসহ সুলতান ও রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। অপর একটি অভিযানিক দল রাত ১০টার দিকে বাইমাইল গ্রামের ঈদগা মাঠ সংলগ্ন পুকুরপাড় থেকে ১১ গ্রাম হেরোইনসহ রাজিব ও বাহাদুরকে গ্রেপ্তার করে।
ওসি নজরুল ইসলাম জানান, তিন অভিযানে ৪০ লিটার দেশীয় চোলাই মদ ও ৪৩ গ্রাম হেরোইনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৬৬ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় পৃথক তিনটি মাদক মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫মে/এলএ)