যাত্রাবাড়ীতে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
প্রকাশ | ১৫ মে ২০২২, ১৮:২৮

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০। তারা হলেন— মো. রাজু আহম্মদ অমিত ও নিয়াজ আহাম্মদ সোহান।
রবিবার বিকালে র্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল পৌনে আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার শনির আখড়া ও রসুলপুর এলাকায় দুইটি অভিযান চালায়। অভিযানে মো. রাজু আহম্মদ অমিত ও নিয়াজ আহাম্মদ সোহান নামের দুই যুবককে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ওই ঘটনার সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫ মে/এএ/ইএস)