চুয়াডাঙ্গায় ভুয়া চিকিৎসককে জরিমানা, ক্লিনিকে সিলগালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০২২, ১৯:০৭

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করা হয়েছে ক্লিনিকটি।

রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের মেডিকেল অ্যান্ড ডেন্টাল প্র্যাকটিস প্রতিষ্ঠানে ওই অভিযান চালায় সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাজহারুল ইসলাম জানান, ডিগ্রি না থাকলেও দীর্ঘ দিন থেকে দাঁতের চিকিৎসা দিয়ে আসছেন এক ব্যক্তি। গোপন সংবাদে বিকালে ডিঙ্গেদহ বাজারে অভিযান চালানো হয়। সেখান থেকে লিনটন রায় জিপ্পু নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়। এসময় চিকিৎসা দেয়ার প্রয়োজনীয় কাগজপত্র ব্যর্থ হলে তাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পরে সিলগালা করে দেয়া হয় তার ক্লিনিকটি।

অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের নাজির সাজেদুর রহমান ও সদর থানা পুলিশের একটি টিম।

(ঢাকাটাইমস/১৫মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :