ঘরোয়া উপাদানেই দূর হবে গোপনাঙ্গের কালো দাগ

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০২২, ২০:১১

নারী-পুরুষ নির্বিশেষে একটা বড় সমস্যা হলো গোপনাঙ্গে কালো দাগ। বিভিন্ন সময়ে এ নিয়ে অপ্রস্তুত অবস্থায় পড়তে হয়। ডাক্তার দেখিয়েও যে সবসময় সমাধান মেলে, তা নয়। তার পরও সমস্যা থেকেই যায়। কিন্তু জানেন কি? ঘরেই রয়েছে এমন অনেক টোটকা, যা দিয়ে অতি সহজে এই সমস্যার সমাধান করা যায়।

তার আগে জেনে নিই গোপনাঙ্গে কেন কালো দাগ হয়

বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে অনেক কারণ থাকতে পারে। প্রথমত, চাপা বা টাইট অন্তর্বাস বা প্যান্ট পরলে এই সমস্যা হতে পারে। এছাড়া, অনেক মানুষের হরমোনাল এবং স্কিনের সমস্যা থাকে। বয়স অবশ্যই এই ধরনের সমস্যার একটা কারণ হতে পারে। এছাড়া কারও Polycystic Ovary Syndrome (PCOS) থাকলে, এই ধরনের সমস্যা হতে পারে।

এবার জেনে নিই গোপনাঙ্গের কালো দাগ দূর করার উপায়

# স্ক্রাবার নয়, বডি ওয়াশ ব্যবহার করুন।

# ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার।

# এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করুন, যাতে চন্দন এবং হলুদের গুণাগুণ রয়েছে।

# এক চামচ মধু এবং এক চামচ নারকেল তেল নিয়ে হালকা গরম করুন। এরপর সেটি গোপনাঙ্গে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

# শসা এবং অ্যালোভেরা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে, সেটা ১৫ মিনিট লাগাতে পারেন। এরপর ধুয়ে নিন।

# কালো স্থানে আলু ঘষলে খুব কার্যকর ফল পাওয়া যায়। আলু যে কোনো ধরনের কালো দাগ হঠাতে সাহায্য করে।

(ঢাকাটাইমস/১৫ মে/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :