‘দেশে উৎপাদন বেড়েছে, ১ বছর ধরে চাল আমদানি বন্ধ’

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ১৫ মে ২০২২, ২২:৪৪

আমাদের কৃষকদের উৎপাদিত ধান দিয়েই চালের চাহিদা মিটছে। তাই গত এক বছর ধরে আমরা বিদেশ থেকে কোনো চাল আমদানি করি না। সুনামগঞ্জে সম্প্রতি বোরো ফসলের কিছু ক্ষতি হলেও চাষাবাদ বেশি হওয়ায় এ থেকে আমাদের ধান-চালের শক্তিশালী একটি মজুদ গড়ে উঠবে বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, পাশের দেশগুলোর তুলনায় দেশে অনেক পণ্যের দাম কম। সরকার পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নিরলস কাজ করছে।

তিনি রবিবার বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় বোরো ধান ও চাল সংগ্রহের বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

দেশে কোনভাবেই খাদ্য সংকট তৈরি হবে না জানিয়ে মন্ত্রী আরও বলেন, এবার ধানের যে দাম নির্ধারণ করা হয়েছে- তা আর বাড়ানো হবে না। এছাড়াও গত আউশ ও আমন ধানেরও আমাদের প্রচুর মজুদ রয়েছে এবং বৃষ্টির কারণে আগামী আউশ ফসলও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, সরকার কৃষকের জন্য সার, বীজ ও নানা কৃষি উপকরণ প্রণোদনা দিয়ে থাকে। কৃষকরা যাতে বাজারে অন্যের কাছে ধান বিক্রি করে না ঠকে- তাই সরকার বিভিন্নভাবে ভর্তুকি দিয়ে কৃষকদের সাহায্য করে এবং তাদের কাছ থেকে ঘোষণা দিয়ে দাম নির্ধারণ করে ধান কেনা হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানম, পুলিশ সুপার মিজানুর রহমান,পৌর মেয়র নাদের বকত, জেলা আ,লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :