ঈদ ও অবকাশ শেষে খুলেছে সুপ্রিম কোর্ট

প্রকাশ | ১৬ মে ২০২২, ১১:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঈদের ছুটি ও অবকাশ শেষে খুলেছে সুপ্রিম কোর্ট। 

সোমবার সকাল ৯টা থেকে আপিল বিভাগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ এবং জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ শুরু হয়।  এছাড়া সকাল সাড়ে ১০টায় হাইকোর্টের ৫৩টি বেঞ্চে বিচারকাজ শুরু হয়।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন- বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম।

আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর ও অবকাশ উপলক্ষে সুপ্রিম কোর্টের দুই বিভাগে ১৮ দিন বিচারকাজ বন্ধ ছিল। 
অবকাশকালীন সময়ে হাইকোর্টের কয়েকটি বেঞ্চ ও এবং আপিল বিভাগের শুধু চেম্বার আদালত চালু ছিল।   

(ঢাকাটাইমস/১৬মে/এফএ)