অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি: কুপিয়ে গৃহবধূকে জখম

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ মে ২০২২, ১২:২৯ | প্রকাশিত : ১৬ মে ২০২২, ১২:০৯

অস্ত্রের মুখে জিম্মি করে ‘সাপ্তাহিক কালকিনি বার্তা’র সাবেক সম্পাদক ও প্রকাশক মরহুম দেলোয়ার হোসেন দুলালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাঁধা দিলে তার স্ত্রী আসমা ইয়াসমিনকে কুপিয়ে গুরুতর জখম করেছে ডাকাতরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ২টার দিকে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার রাজদী গ্রামে।

এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আসফাক রাসেল।

ওসি ইশতিয়াক আসফাক ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের বরাতে বলেন, সোমবার রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা অস্ত্রের মুখে জিম্মি করে কালকিনি পৌর এলাকার রাজদী গ্রামের মৃত দেলোয়ার হোসেন দুলালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বারান্দার গ্রিল কেটে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল শাবল দিয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। পরে পরিবারের চারজনের মুখে কাপড় বেঁধে সবাইকে জিম্মি করে ফেলেন। এসময় বাঁধা দিলে ‘দা’ দিয়ে গৃহিনী আসমা ইয়াসমিনকে কুপিয়ে জখম করে। এসময় ডাকাতরা ২১ ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল ফোন, নগদ এক লাখ ২৫ হাজার ও কাপড়-চোপড়সহ ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এব্যাপারে আহত আসমা ইয়াসমিনের ভাই এনামুল হক জুয়েল বলেন, ‘আমার দুলাভাই মরহুম দেলোয়ার হোসেন দুলাল সাপ্তাহিক কালকিনি বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এছাড়া তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। যে কারণে তার উপর হয়ত অনেক শক্র ছিল। সেই সাথে এলাকার দুষ্কারীরা মিলে এঘটনা ঘটিয়েছে। আমরা এঘটনায় কালকিনি থানায় মামলা দায়ের করবো।’

(ঢাকাটাইমস/১৬মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :