পাকস্থলীতে ইয়াবা নিয়ে শাহজালালে আটক যুবক

প্রকাশ | ১৬ মে ২০২২, ১২:২৯ | আপডেট: ১৬ মে ২০২২, ১২:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পাকস্থলীতে প্রায় পাঁচ হাজার পিস ইয়াবা বহনকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাসুদ খান নামের একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ।

প্রথমে সন্দেহভজন হিসেবে তাকে আটক করা হলে পরবর্তীতে এপিবিএনের জিজ্ঞাসাবাদে পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন তিনি।

সোমবার আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন। 

ইয়াবা বহনকারী মাসুদ খান চাঁদপুর সদর উপজেলার রুহুল আমিন খানের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক ঢাকাটাইমসকে বলেন, ‘রবিবার রাত ১১টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্দেহজনক আচরণের কারণে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার পাকস্থলিতে ইয়াবা আছে। পরে আমরা তার পাকস্থলী থেকে চার হাজার ৬৭৫ পিচ ইয়াবার একটি চালান উদ্ধার করি।’
 
জিজ্ঞাসাবাদে মাসুদ খান ইয়াবার চালানটি অন্যকাউকে দিতে এসেছিলেন বলেও জানান। তিনি কোনো বিদেশগামী যাত্রী নন। 

আটক মাসুদে নামে সোমবার সকালে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। 

(ঢাকাটাইমস/১৬মে/কেআর/এফএ)