মা দিবসের পাশাপাশি ‘স্ত্রী দিবস’ পালনের দাবি ভারতের এক প্রতিমন্ত্রীর

প্রকাশ | ১৬ মে ২০২২, ১৫:৫০ | আপডেট: ১৬ মে ২০২২, ১৬:০৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

মা দিবসের পাশাপাশি ‘স্ত্রী দিবস’ পালনের দাবি জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আথওয়ালে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

গতকাল রবিবার দেশটির মহারাষ্ট্রের সাংলিতে আয়োজিত এক অনুষ্ঠানে স্ত্রী দিবস পালনের দাবি করেন রামদাস আথওয়ালে।

স্ত্রী দিবস পালনের পক্ষে যুক্তি দেখিয়ে রামদাস বলেন, একজন মা সন্তান জন্ম দেন। অন্যদিকে একজন স্ত্রী তার স্বামীর ভালো-মন্দের সময় পাশে থাকেন।

‘প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। তাই আমাদের স্ত্রী দিবসও পালন করা উচিত।’

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বে মা দিবস পালন করা হয়।

(ঢাকাটাইমস/১৬মে/ আরআর)