ইন্দোনেশিয়ায় বিলবোর্ডের সাথে বাসের ধাক্কায় ১৪ জনের মৃত্যু

প্রকাশ | ১৬ মে ২০২২, ১৬:১৭ | আপডেট: ১৬ মে ২০২২, ১৬:৪২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইন্দোনেশিয়ায় একটি পর্যটকবাহী বাস বিজ্ঞাপনের বিলবোর্ডের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৪ জন যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া বাকি সবাই গুরুতর আহত হয়েছেন। বাসটিতে মোট ৩১ জন যাত্রী ছিলেন।

আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার সকালে দেশটির জাভা দ্বীপের হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বাসটি জাভার মধ্যাঞ্চল থেকে পর্যটকদের নিয়ে পূর্ব জাভা প্রদেশের রাজধানী সুরাবায়ায় যাচ্ছিল।

বাস দুর্ঘটনার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও বাসের চালক ‘তন্দ্রাচ্ছন্ন’ ছিল বলে ধারণা করছে দেশটির পুলিশ।

তবে দুর্ঘটনায় চালক প্রাণে বেঁচে গেছেন। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। কারণ দেশটির সড়কে চলাচলকারী অধিকাংশ গাড়ি মেয়াদোত্তীর্ণ। আর সড়কগুলোর অবস্থাও ভগ্নপ্রায়।

গত মাসে একট খাঁড়া বাঁধের সঙ্গে ট্রাকের ধাক্কায় ১৬ জন নিহত হয়। এ ছাড়া ফেব্রুয়ারি মাসে কারখানার শ্রমিকদের নিয়ে ঘুরতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ১৩ জন মারা যায়।

(ঢাকাটাইমস/১৬মে/আরআর)