এক রানের আক্ষেপ ম্যাথিউসের

প্রকাশ | ১৬ মে ২০২২, ১৬:১৮

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে একটি ডাবল সেঞ্চুরি রয়েছে রয়েছে শ্রীলঙ্কান অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের। আরেকটির দ্বারপ্রান্তেই অবস্থান করছিলেন তিনি। কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাঈম হাসানের করা বলে আউট হয়েছেন ১৯৯ রানে। ফলে ১ রানের আক্ষেপ থেকে গেল তার।

একা লড়াই করে দলকে চারশ রানের কাছে নিয়ে গেছেন ম্যাথুজ। নিজেও গেছেন ডাবল সেঞ্চুরির একেবারে কাছে। কিন্তু ভাগ্যবিধাতা সহায় হলো না। নাঈমের ঘূর্ণিতে পরাস্ত হলেন ১৯৯ রানে! অন সাইডে স্লগ করতে গিয়ে ধরা পড়েন সাকিবের হাতে।

৩৯৭ বলে ১৯ চার ও ১ ছয়ে এই রান করেন ম্যাথুজ। টেস্ট ক্রিকেটে এটি তার দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরি। লঙ্কানদের হয়ে অর্ধশতকের দেখা পেয়েছেন দুই জন ব্যাটার। ৫৪ রানে কুশল মেন্ডিস এবং ৬৬ রানে দিনেশ চান্দিমাল আউট হন। ফলে সফররত শ্রীলঙ্কার ইনিংস থেমেছে ৩৯৭ রানে।

বাংলাদেশের পক্ষে ১০৫ রান দিয়ে সর্বোচ্চ ৬টি উইকেট নেন ডানহাতি স্পিনার নাঈম হাসান। এটি তার সেরা বোলিং ফিগার। এ ছাড়া ৩ উইকেট নেন সাকিব আর ১ উইকেট নেন তাইজুল। ১০টি উইকেটই নেন স্পিনাররা।

(ঢাকাটাইমস/১৬মে/এমএম)