একদিনের পেট্রোল মজুত আছে: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

প্রকাশ | ১৭ মে ২০২২, ১০:৩০ | আপডেট: ১৭ মে ২০২২, ১২:০৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

আর মাত্র একদিনের পেট্রোল মজুত আছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সপ্তাহে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গতকাল সোমবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রনিল বিক্রমাসিংহে।

চলমান সংকট নিরসনে জরুরিভাবে সাড়ে সাত কোটি ডলার প্রয়োজন বলে ভাষণে উল্লেখ করেন তিনি। কিন্তু অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দেশটির প্রয়োজনীয় আমদানির জন্য ডলার খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, সরকার তেলের তিনটি চালানের অর্থ পরিশোধের জন্য ডলার সংগ্রহ করতেও অক্ষম হয়েছে। অর্থ পরিশোধ করতে না পারায় বর্তমানে জাহাজগুলো থেকে কার্গো নামানো যাচ্ছে না। এসব জাহাজ কলম্বো বন্দরের বাইরে অপেক্ষা করছে।

তবে জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, ভারতীয় ঋণে কেনা পেট্রোল ও ডিজেলের দুটি চালান কয়েক দিনের মধ্যে এসে পৌঁছাবে। তখন কিছুটা স্বস্তি ফিরবে।

করোনা মহামারী ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে সরকারের গৃহীত কয়েকটি নীতির কারণে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। গত সপ্তাহে তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা। তারপরই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে রনিল বিক্রমাসিংহকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

(ঢাকাটাইমস/১৭মে/আরআর)