ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি

প্রকাশ | ১৭ মে ২০২২, ১০:৪৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ফ্রান্সের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী এলিজাবেথ বর্নিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্স ফরাসি প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্রাসাদের বরাত দিয়ে এ তথ্য জানায়।

প্রায় তিন দশক পরে দেশটিতে কোন নারী প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন। সর্বশেষ নারী সরকারপ্রধান হিসেবে ফ্রান্সে দায়িত্ব পালন করেছিলেন এডিথ ক্রেসন। তিনি ১৯৯১ সালে মে মাস থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

একজন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া সম্পর্কে বিশ্লেষকদের মতে, মাখোঁ সামাজিক সংস্কার বাস্তবায়ন ও নারীদের উন্নয়নে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের বার্তা দেওয়ার চেষ্টা করছেন।

(ঢাকাটাইমস/১৭মে/ আরআর)