মারিউপোলের ইস্পাত কারখানায় বন্দি ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ

প্রকাশ | ১৭ মে ২০২২, ১১:৫৬ | আপডেট: ১৭ মে ২০২২, ১২:২১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর মারিউপোলের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে বাধ্য হয়েছে দেশটির সেনারা। স্থানীয় সময় সোমবার একটি ইস্পাত কারখানার আজভস্তাল প্ল্যান্টে আশ্রয় নেওয়া ইউক্রেনীয় সেনাসদস্যদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনীর মূল কমান্ড। টানা ৮২ দিন সেনারা সেখানে বন্দি ছিলেন।

বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘মারিউপোলের আজভস্তাল এলাকায় অবস্থান নেওয়া বেসামরিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে মারিউপোল ইউনিটের সেনাসদস্যদের দায়িত্ব দিয়েছিল কেন্দ্রীয় সেনা কমান্ড।’

মারিউপোল ইউনিটের সেনাসদস্যদের অভিনন্দন জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘আজভস্থালের সেনা সদস্যরা সেই মিশন সম্পূর্ণ করেছে। সাধারণ জনগণকে রক্ষাকারী এসব সেনারা আমাদের জাতীয় বীর।’

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ৫৩ জন আহত সেনাকে নোভোজোভস্ক শহরে নেওয়া হয়েছে। এ ছাড়া, মানবিক করিডর দিয়ে ২১১ সেনা কারখানা ছেড়ে চলে গিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার পর্যন্ত ২৬০ জনের বেশি সেনাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক ডজন বাস দিয়ে মূলত সেনারা কারখানা ছেড়ে চলে যায়।

রাশিয়ার পক্ষ থেকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল সেনারা। পরে রাশিয়ার পক্ষ থেকে আহত সেনাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার প্রতিশ্রুতি দেওয়ার পরই আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের ঘোষণা দেয় ইউক্রেনের সেনাবাহিনী।

(ঢাকাটাইমস/১৭মে/ আরআর)