বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২২, ১৬:৫১

আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার চেষ্টা চালাচ্ছে হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেই টুর্নামেন্টেই বিশ্বকাপের প্রস্তুতি নেবেন মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। মঙ্গলবার চট্টগ্রামে সাংবাদিকদের সামনে তথ্যই প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ান জালাল ইউনুস।

ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে বরাবরই দুর্বলতার পরিচয় দিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে আসন্ন বিশ্বকাপে ভালো করতেই আশাবাদী টাইগাররা। তাই অস্ট্রেলিয়ান কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে আগে থেকেই প্রস্তুতির ব্যবস্থা করে রাখছে বিসিবি।

তাই অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তাসমান সাগর পাড়ের দেশ নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার পরিকল্পনা বাংলাদেশের। সূচি আর বাকি এক প্রতিপক্ষ চূড়ান্ত করতে এ নিয়ে কিছুদিন আগে থেকেই কিউই বোর্ডের সঙ্গে মেইল চালাচালি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘নিউজিল্যান্ডে আমরা একটি ত্রিদেশীয় সিরিজ খেলবো। সম্ভবত ক্রাইস্টচার্চে টুর্নামেন্টটি হবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন আমাদের কতগুলো টি-টোয়ান্টি ম্যাচ আছে। ১৬ টার বেশি আমরা ম্যাচ খেলব। অনেক প্রস্তুতি, আমাদের জন্য এটা আলাদা ক্যাম্প লাগছে না। কারণ আমরা খেলার মধ্যেই আছি। যেটা আমরা করছি যে ওখানে (অস্ট্রেলিয়া) যাওয়ার আগে আমরা অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, আরেকটা ত্রিদেশীয় সিরিজ আমরা খেলব ইনশাল্লাহ নিউজিল্যান্ডে।’

এদিকে ত্রিদেশী সিরিজের বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে তৃতীয় দল হিসেবে কারা থাকছে- সেটা এখনও নিশ্চিত হয়নি। তবে জালাল ইউনুসের কথা অনুযায়ী পাকিস্তানের সম্ভাবনাই থাকছে বেশি। কেননা পাকিস্তানের সঙ্গেই নাকি যোগাযোগ করা হচ্ছে। বাবর আজমদের দিক থেকে ইতিবাচক সাড়াও মিলেছে।

(ঢাকাটাইমস/১৭মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :