শেখ নাহিয়ান একজন দূরদর্শী নেতা ও বাংলাদেশের বন্ধু ছিলেন: র‌্যাব ডিজি

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ মে ২০২২, ২২:৩০ | প্রকাশিত : ১৭ মে ২০২২, ২১:৩৪

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। একইসঙ্গে রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্য এবং সংযুক্ত আমিরাতের সব নাগরিকের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি। এসময় তিনি বলেন, শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান একজন মহান রাষ্ট্রনায়ক, আবুধাবির একজন মহান শাসক, মুসলিম উম্মাহর একজন দূরদর্শী নেতা ও বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন।

মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ এবং শোক বইতে স্বাক্ষর করেন র‌্যাব মহাপরিচালক। তিনি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে বলেন, ‘আমরা আপনাকে এবং আপনার মাধ্যমে রাজপরিবারের শোকাহত সদস্যদের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা এবং আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।’

ডিজি আরও বলেন, ‘শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান একজন মহান রাষ্ট্রনায়ক, আবুধাবির একজন মহান শাসক, মুসলিম উম্মাহর একজন দূরদর্শী নেতা ও বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। তার গতিশীল নেতৃত্ব, বিচক্ষনতা ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় উন্নয়নে ত্যাগ তাকে ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব করে রাখবে।’

কয়েক বছর ধরে নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগতে থাকা খলিফা বিন জায়েদ আল নাহিয়ান শুক্রবার ৭৩ বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ‘অকৃত্তিম বন্ধু’ উল্লেখ করে তার মৃত্যুতে শনিবার বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। আল নাহিয়ান ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং আবুধাবির ১৬তম শাসক ছিলেন।

এদিকে শোক বইতে র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন লিখেছেন- ‘সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত রাষ্ট্রপতি বাংলাদেশের একজন মহান বন্ধু ও শুভাকাঙ্খী ছিলেন। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের একজন প্রকৃত অভিভাবক ছিলেন।’

মরহুমের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা তার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। শোকাহত রাজপরিবারের সদস্যদের এবং সংযুক্ত আরব আমিরাতের ভ্রাতৃপ্রতিম জনগণ অপূরণীয় ক্ষতি বহন করার সাহস ও সহনশীলতা দান করার জন্য মহান আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করছি।’

(ঢাকাটাইমস/১৭মে/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :