র‌্যাগিংয়ের অভিযোগে বশেমুরবিপ্রবির ৫ শিক্ষার্থীকে শাস্তি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২২, ২২:১৫

র‌্যাগিংয়ের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন বিভাগের ৫ শিক্ষার্থীকে শাস্তি প্রদান করা হয়েছে।

আইন বিভাগের ৩১ তম একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২৭ এপ্রিল এসকল শিক্ষার্থীদের শাস্তি প্রদান করা হয়। এদের মধ্যে চার শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার এবং একজনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বহিষ্কৃত চার শিক্ষার্থী হলেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মুনতাসিম চৌধুরী, শেখ ইশতিয়াক হোসেন, হাসিবুল হাসান এবং এ.এইচ.এম. জান্নাতুল ফেরদৌস রাফি। এছাড়া অপর শিক্ষার্থী মোঃ মাহমুদুল হাসান কে বিভাগীয় তিরস্কারসহ ৩০০০ (তিন হাজার) টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আইন বিভাগের চেয়ারম্যান মানসুরা খানম বলেন, “লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত সাপেক্ষ বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

এ বিষয়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :